দেশটির ইতিহাসের সর্বকালের সেরা টেনিস তারকা মানা হয় তাকে। টেনিসে সার্বিয়াকে তিনি এনে দিয়েছেন বহু সাফল্য। সেই নোভাক জোকোভিচকেই এবার সার্বিয়া ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে হতে পারে! গুঞ্জন উঠেছে, চলমান ছাত্র আন্দোলনে সমর্থক দেওয়ায় সার্বিয়া সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হতে পারে জোকোভিচকে।
২০২৪ সালের ডিসেম্বর থেকেই সার্বিয়াতে চলছে সরকারবিরোধী আন্দোলন। আন্দোলনের শুরু থেকেই জোকোভিচ ছিলেন ছাত্রদের পাশে।
আন্দোলনের শুরুতে জোকোভিচ পোস্ট দিয়েছিলেন, ‘আমি তরুণদের শক্তিতে বিশ্বাস করি। তাদের কণ্ঠস্বরই আমাদের ভবিষ্যৎ গড়বে। তারা আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি এবং তাদের প্রতি আমাদের সম্মান জানানো উচিত।’
এই বছরের শুরুতে জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন জয়ও উৎসর্গ করেছিলেন আন্দোলনের সময় নিহত এক শিক্ষার্থীর স্মরণে। আর এসব কারণেই সরকারের রোষানলে পড়েছেন জোকোভিচ।
জার্মান সংবাদমাধ্যম এনজেডজেড এর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, জোকোভিচ পরিবার নিয়ে সার্বিয়া ছেড়ে গ্রিসে বসবাসের পরিকল্পনা করছেন। জানা গেছে, জোকোভিচ ও তার পরিবারের চলাফেরার ওপর নজরদারি বাড়িয়েছে সরকার। জোকোভিচ তাই নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
সাম্প্রতিক সময়ে জোকোভিচ একাধিকবার দেখা করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে। যদিও উভয় পক্ষই বলছে, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎকার। তবে অনেকের মতে, সার্বিয়া ছেড়ে গ্রিসেই থিতু হতে পারেন জোকোভিচ।