Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১১:৩১ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ১৩:৫৯

ঢাকা: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী আজ শনিবার (২৩ আগস্ট) থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, চলবে ২৫ আগস্ট পর্যন্ত।

সম্প্রতি ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন গ্রহণ আজ ২৩ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে শুরু হবে। ২৫ আগস্ট (সোমবার) রাত ৮টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।

এর আগে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। গত বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/ইআ 

একাদশে ভর্তি ভর্তি আবেদন শুরু