সাতক্ষীরা: জেলার তালা উপজেলায় মো. শামীম নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
আটক দুইজন হলেন- মনিরামপুর উপজেলার কোন্দলপুর গ্রামের আবুবক্কার দফাদারের ছেলে ইজাজুল ইসলাম (৪৩) ও তালা উপজেলার বলরামপুর গ্রামের আহম্মদ আলী সরদারের ছেলে শরিফুল ইসলাম সরদার (৩৮)।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, নেশাগ্রস্ত অবস্থায় শামীম হত্যার শিকার হয়েছেন। এ ঘটনায় শরিফুল ও আজিজুল নামের দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় বাসায় ঢুকে যুবদল নেতাকে ‘কুপিয়ে হত্যা’
এর আগে, শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ের পেছন দিকে কুপিয়ে শামীমকে হত্যা করা হয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য (মেম্বার)। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শামীম ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় কীটনাশকের ব্যবসা করতেন।