কুষ্টিয়া: ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে মাদকদ্রব্য, সিলডেনাফিল ট্যাবলেট ও অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এ সময় অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন-হানিফ হোসেনের ছেলে রাব্বী হোসেন (২০) ও মৃত ইমদাদুল হকের ছেলে অনিক হোসেন (১৮)। তাদের বাড়ি জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি এলকায়।
শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
তিনি জানান, ২৩ আগস্ট রাতে দৌলতপুর সীমান্তের উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পদ্মা নদীর পাড়ে অভিযান চালিয়ে ভারতীয় ৪৫০ কেজি অবৈধ কারেন্ট জাল এবং ৯৬০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয়।
অন্যদিকে, ২২ আগস্ট সকালে সীমান্তের মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন বোতল মদ, ৩৪৩ গ্রাম গাঁজা এবং দুই প্যাকেট পাতার বিড়িসহ দুইজনকে আটক করা হয়। একইদিন বিকেলে ভেড়ামারা উপজেলার মেইন রোডে ঢাকা থেকে মেহেরপুরগামী জে আর পরিবহনের বাস তল্লাশি চালিয়ে ৪০০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
জব্দ হওয়া মাদক ও অন্যান্য চোরাচালানী মালামালের মোট আনুমানিক মূল্য ৩৬ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।
এ সময় তিনি আরও জানান, গ্রেফতার দুই আসামিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ হওয়া মাদক ও অবৈধ কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।