Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১৫:১২ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ১৯:১০

ঢাকা: রাজধানীর নাবিস্কো এলাকায় তেজগাঁও-বনানী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। এতে ওই সড়ক দিয়ে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েছে মানুষ।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এখনো সড়ক সচল হয়নি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, ‘পশ’ নামে একটি গার্মেন্টস কারখানা কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন।

তিনি আরও জানান, শ্রমিকদের দাবি—কারখানা বন্ধের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে সিদ্ধান্ত নিতে হবে অথবা বন্ধ করা গার্মেন্টস পুনরায় খুলে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘আসসালামু আলাইকুম সম্মানিত নাগরিক, আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, তেজগাঁও এর নাবিস্কো পয়েন্টে গার্মেন্টসের কর্মীরা রাস্তার উভয়পাশ বন্ধ করে আন্দোলন করছেন। যার ফলে মহাখালী-তেজগাঁও রুটে ইনকামিং এবং আউটগোয়িং উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে থানার পুলিশ নিয়োজিত রয়েছে।’

নিম্নোক্ত ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হলো:

  • উত্তরার দিক থেকে আসা যানবাহনগুলো কাকলী ক্রসিং হয়ে গুলশান ২-গুলশান-১-পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন। এ ছাড়া আমতলী পার হয়ে জাহাঙ্গীর গেটমুখী রাস্তা ব্যবহার করে তেজগাঁও যাওয়া যাবে,
  • আমতলী-গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা রুট ব্যবহার করা যাবে,
  • উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবে এবং
  • মহাখালী থেকে বনানী/গুলশান-উত্তরাগামী রুটে আউট গোয়িং এ যানচলাচল করা যাচ্ছে।

বিনা নোটিশে বন্ধ করে দেওয়ায় সকাল থেকেই নাবিস্ক থেকে মহাখালী যে সড়কটি রয়েছে সেটি অবরোধ করে রেখেছে সেই গার্মেন্ট শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সড়কটি বন্ধ হয়ে যাওয়ার তাৎক্ষণিক ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয় এই সড়কে যারা চলাচল করছে তাদেরকে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করার জন্য।

সারাবাংলা/এএস/ইউজে/

গার্মেন্টস শ্রমিক সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর