খুলনা: খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ যুবক আকাশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আকাশ রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া এলাকার বাসিন্দা দিলীপ সরকারের ছেলে।
রূপসা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শিমুল ঘোষ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারায় একটি ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। থানা পরবর্তীতে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আকাশের মরদেহ উদ্ধার করা হয়।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে একটি যাত্রীবাহি ট্রলার জেলখানা হয়ে সেনেরবাজার ঘাটের দিকে রওনা হয়। বৈরী আবহাওয়ার কারণে ফেরি-ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলার থেকে তিনজন নদীতে পড়ে যান। দু’জনকে নদী থেকে উঠানো গেলেও আকাশকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।