Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসামির সঙ্গে দেখা করতে গিয়ে ধরা ভুয়া ডিজিএফআই সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ১৯:০৩

ভুয়া ডিজিএফআই সদস্য মেহেদী হাসান শাওন

বরিশাল: বরিশালে মেহেদী হাসান শাওন নামে এক ভুয়া ডিজিএফআইয়ের সদস্যকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। শনিবার (২৩ আগস্ট) তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে এক আসামির সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েন। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র জব্দ করা হয়।

আটক শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের মো. ফিরোজ আলমের ছেলে।

কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে শাওন জেলে থাকা শিক্ষার্থী হোসাইন আল সুয়ানের সঙ্গে দেখা করতে চান। তখন তাকে শনিবার সকালে আসতে বলা হয়। আজ সকালে এসে তিনি নিজেকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেন। সন্দেহ হলে আইডি কার্ড চাইলে তা দেখাতে ব্যর্থ হন। পরে তার ভুয়া পরিচয় ফাঁস হয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন নিজের ভুল স্বীকার করেন। তবে কেন তিনি কারাগারে আসামি হোসাইনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সে বিষয়ে কিছু জানাননি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শাওন ২০২৪ সালে এক মামলায় কারাগারে ছিলেন। এ ঘটনায় মামলা করা হবে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আটক মেহেদী হাসান শাওন জানান, তিনি ভুল করেছেন। তবে কি কারণে শিক্ষার্থী হোসাইন আল সুয়ানের সঙ্গে দেখা করতে আসছিল সে বিষয়ে কোনো কথা বলেননি তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। কখনও নিজেকে ডিজিএফআই, কখনও বিজিবি, আবার কখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামেও বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

সারাবাংলা/এইচআই

আটক বরিশাল ভুয়া ডিজিএফআই মেহেদী হাসান শাওন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর