Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরের মধুখালীতে রিভলবার ও গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ২০:৫৬

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার দেনমোহরপুর গ্রামে অভিযান চালিয়ে একটি পাকিস্তানি তৈরি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ দল।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর রাতে জেলার মধুখালী উপজেলার দেনমোহরপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ইব্রাহিম খান নামে এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত স্থানে তল্লাশি চালিয়ে পাকিস্তানি তৈরি রিভলবার ও চার রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

উদ্ধার গুলি ফরিদপুর মধুখালী রিভলবার