গাজীপুর: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নৃশংসভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্মরণে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে হত্যার ঘটনাস্থলকে ‘শহিদ সাংবাদিক তুহিন চত্বর’ নামকরণের দাবি জানানো হয়।
মানববন্ধনে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর উপস্থিত থেকে একটি গাছ রোপণের মাধ্যমে প্রতীকীভাবে চৌরাস্তাটিকে ‘শহিদ সাংবাদিক তুহিন চত্বর’ ঘোষণা করেন এবং নিহত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
এ কর্মসূচিতে গাজীপুরের স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, গত ৭ আগস্ট সন্ত্রাসীরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যা করে। তদন্তে জানা যায়, তিনি একটি হানিট্র্যাপে ফাঁসানো যুবককে কোপানোর ভিডিও ধারণ করেছিলেন। এ ঘটনার জের ধরেই সন্ত্রাসীরা তুহিনকে ধাওয়া করে এবং চান্দনা চৌরাস্তায় একটি চায়ের দোকানে আশ্রয় নেওয়ার সময় তাকে নির্মমভাবে হত্যা করে।