Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা বন্ধ করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৫ ২২:৪৮

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পরিবর্তনের কারণে আগামী ২৫ আগস্ট থেকে সাময়িকভাবে সে দেশে সব ধরনের ডাক পরিষেবা বন্ধ থাকবে।

শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য জানায় ভারতীয় ডাক বিভাগ।

ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব আন্তর্জাতিক ডাক পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে। এই শুল্ক ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট (IEEPA) ট্যারিফ ফ্রেমওয়ার্ক’ অনুযায়ী ধার্য হবে, এবং এর মূল্য যাই হোক না কেন, শুল্ক প্রযোজ্য হবে।

গত ৩০ জুলাই জারি করা ১৪৩২৪ নম্বর এক্সিকিউটিভ অর্ডার অনুসারে, ৮০০ ডলার পর্যন্ত পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধা বাতিল করা হয়েছে। তবে, চিঠি, কাগজপত্র এবং ১০০ ডলার পর্যন্ত মূল্যের উপহার সামগ্রী শুল্কমুক্ত থাকবে।

বিজ্ঞাপন

এই পরিবর্তনের কারণ হিসেবে বাণিজ্য উত্তেজনাকে উল্লেখ করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে রাশিয়ার তেল কেনার জন্য ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, এবং এর সঙ্গে আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক জরিমানা হিসেবে যুক্ত করা হয়েছিল।

নতুন এক্সিকিউটিভ অর্ডারে বলা হয়েছে, মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা (CBP) দ্বারা অনুমোদিত পরিবহন সংস্থা বা অন্যান্য ‘যোগ্য পক্ষ’ ডাকযোগে পাঠানো পণ্যের ওপর শুল্ক সংগ্রহ ও জমা দিতে বাধ্য থাকবে। এর ফলে, যেসব বিমান সংস্থা যুক্তরাষ্ট্রে পণ্য পরিবহন করে, তারা জানিয়েছে যে কারিগরি ও পরিচালনগত প্রস্তুতির অভাবে তারা ডাক সামগ্রী গ্রহণ করতে পারবে না।

বিবৃতিতে ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের অসুবিধার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে এবং যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রে পরিষেবা পুনরায় চালু করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শিগগিরই পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সারাবাংলা/এইচআই

ডাক ভারত যুক্তরাষ্ট শুল্ক আরোপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর