Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসুর নতুন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম

রাবি করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ২৩:০৪

অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এক জরুরি বৈঠকে এ নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক এফ নজরুল ইসলাম পূর্ব থেকেই অন্যতম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে প্রধান নির্বাচন কমিশনার করার পর শূন্য পদে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হককে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম আমজাদ হোসেন পদত্যাগ করেন। এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপাচার্য সেটি গ্রহণ করেছেন।’

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক আমজাদ হোসেন বলেন, ‘গত ২০ আগস্ট মাননীয় রাষ্ট্রপতি আমাকে পিএসসি সদস্য হিসেবে নিয়োগ দেন। আমি সেদিনই রাকসুর প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এবং ভিসি স্যার বাইরে থাকায় তা গ্রহণ করা যায়নি। আজ তা গৃহীত হয়েছে।’

উল্লেখ্য, বুধবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম সই করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক আমজাদ হোসেনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দেওয়া হয়।

সারাবাংলা/এইচআই

কেন্দ্রীয় ছাত্র সংসদ নজরুল ইসলাম রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর