চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বেসরকারি প্রগ্রেসিভ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইয়াছিন আরাফাতকে সভাপতি ও শফিকুল ইসলাম আকাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাত সদস্যের ঘোষিত কমিটিতে আরও যারা আছেন- সিনিয়র সহ-সভাপতি দাউদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসান কামরুল আলিফ, সাংগঠনিক সম্পাদক রাসেল তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক অনিমেষ দাশ এবং দফতর সম্পাদক মো. পারভেজ।
৪৫ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটির সভাপতি ইয়াছিন আরাফাত এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনার পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।