এশিয়া কাপের বাকি আর মাত্র দুই সপ্তাহ। মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। শিরোপা উঠবে কার হাতে, সে নিয়েই চলছে নানা আলোচনা। সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগ বলছেন, এবারের আসরে শিরোপা উঁচিয়ে ধরবেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর অবসর নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাদের অবসরের পরেই এই ফরম্যাটে দলের দায়িত্ব দেওয়া হয় সূর্যকুমারকে।
সূর্যকুমারের অধীনে এখন পর্যন্ত ২২ টি ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে জয় এসেছে ১৭টিতে, হার ৪টিতে, টাই হয়েছে একটি ম্যাচ।
এশিয়া কাপের জন্য গত সপ্তাহে স্কোয়াড ঘোষণা করে ভারত। দলের নেতৃত্বের ভার পড়েছে সূর্যকুমারের কাঁধেই। গ্রুপ পর্বে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
সনি টি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে শেবাগ বলছেন, ভারতই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল, ‘ভারতের এই দলে তরুণ ও অভিজ্ঞদের সঠিক মিশ্রণ রয়েছে। সূর্যকুমারের নির্ভীক নেতৃত্বে তারা আবারও এশিয়া কাপে আধিপত্য দেখাতে পারে। তার আক্রমণাত্মক মানসিকতা টি-২০ সংস্করণের সঙ্গে পুরোপুরি মানানসই। আর দল যদি একই ভাবে খেলে, তাহলে ভারতের শিরোপা জয়ের ব্যাপারে আমার কোন সন্দেহ নেই।’
আগামী ১০ সেপ্টেম্বর স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু ভারতের এশিয়া কাপ মিশন।