ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতাকর্মীদের সতর্ক করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সই জাল করে ছড়ানো ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার (২৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২২ আগস্ট একটি কুচক্রী মহল তার নাম-সই জাল করে ফেসবুকে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত।
রিজভী বলেন, তার সইয়ে বিএনপি দফতর থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি। প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া এবং বিভ্রান্তি তৈরির জন্য পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে।
এদিকে, বিএনপির মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে যে উক্ত বিজ্ঞপ্তি দলের পক্ষ থেকে প্রকাশিত হয়নি।
রিজভী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “এই ধরনের ভুয়া বিজ্ঞপ্তি দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সত্য যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস করবেন না।”