Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৎস্য বন্দর মহিপুরে একই রাতে ৩ বাসায় ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৩:৩২

ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্যরা।

পটুয়াখালী: মহিপুর থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আতিকুর রহমান মিলনসহ আরও তিন ব্যক্তির বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার মধ্য রাতে লতাচাপলী ইউনিয়নের আলীপুরস্থ বাসায় এ ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতচক্রটি স্বেচ্ছাসেবক দলের নেতা মিলনের বাসা থেকে সাত ভরি স্বর্ণালংকার, নগদ ছয় লাখ টাকাসহ আনুমানিক ২২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

একই রাতে পূর্ব আলীপুর আবুল হোসেন খান ও মহিউদ্দিনের বাসায় ডাকাতরা হানা দিয়েছে। এ সময় আবুল হোসেন খানের বাসায় ছয় আনা ওজনের স্বর্ণালংকার ও নগদ ছয় হাজার টাকা এবং মহিউদ্দিনের বাসা থেকে আট আনা ওজনের স্বর্ণালংকারসহ প্রায় ২৫০০ টাকা নিয়ে গেছে।

বিজ্ঞাপন

ডাকাতির পরে বাড়ির ভেতরের পরিস্থিতি।

আতিকুর রহমান মিলন জানিয়েছেন, তিনি স্বপরিবারে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। তার বাসায় কেউ ছিল না। ডাকাতরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করেছে।

অপরদিকে, আবুল হোসেন খানের বাসায় জানালার গ্রিল কেটে প্রবেশ করে স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে ডাকাতি করেছে। মহিউদ্দিনের বাসায় সিঁধ কেটে ঢুকে পরিবারের সবাইকে বেঁধে রেখেছে। তবে কাউকে মারধর করেনি।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ

ডাকাতি বাড়িতে ডাকাতি