Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুর থানার সেই ওসি ইফতেখারসহ ৩ কর্মকর্তা বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ১৯:০২

ঢাকা: মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসানকে বদলি করা হয়েছে। সেইসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও দুই পরিদর্শককে বদলি করা হয়েছে।

‎রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি), শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

‎এর আগে, ১০ লাখ টাকার মাদক মামলা গায়েবসহ মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখারের বিরুদ্ধে নানা অভিযোগে থানার সামনে কয়েক দফায় মানববন্ধন করেন স্থানীয়রা। পরবর্তীতে এই মানববন্ধনের প্রতিবাদে মোহাম্মদপুর টাউন হল এলাকায় জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ও মোহাম্মদপুরের কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির পক্ষে মানববন্ধন করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

ওসি বদলি ডিএমপি মোহাম্মদপুর থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর