Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ দিন পর করোনায় ফের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৮:০২ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ১৯:০১

ঢাকা: দেশে ২০ দিন পর গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও এক জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে কারও দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এরআগে সর্বশেষ গত ৩ আগস্ট করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছিল।

রোববার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৮টি নমুনা পরীক্ষা কারও দেহে করোনা ভাইরাস শনাক্ত করা যায়নি। এসময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৭২ জনে। এর মধ্যে চলতি বছরে ৭২৭ জন।

এছাড়া, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা চলতি বছরে দাঁড়িয়েছে ৩২ জনে। আর মোট মৃত্যু ২৯ হাজার ৫৩১ জন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/এসআর

করোনা ভাইরাস করোনায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর