চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘর থেকে এক কিশোরীকে (২৩) তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার বটতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
গ্রেফতার দুজন হলেন- মো. নাঈম (২০) ও হাসমন আক্তার (৩৫)। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল গ্রামে।
ওসি মনির হোসেন সারাবাংলাকে বলেন, ‘মেয়েটির পরিবার খুবই গরীব। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে একা থাকার সুযোগে চার যুবক মিলে তাকে ঘর থেকে তুলে পাশের একটি পরিত্যক্ত জঙ্গলঘেরা ঘরে নিয়ে যায়। সেখানে প্রায় তিন-চার ঘণ্টা তাকে আটকে রেখে তিন যুবক দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনা প্রকাশ করলে আরও ক্ষতি করার হুমকি দিয়ে তাকে গভীর রাতে ছেড়ে দেওয়া হয়। মেয়েটি প্রথমে এ ঘটনা কারও কাছে প্রকাশ করেনি। শনিবার অসুস্থ হয়ে পড়ার পর ঘটনা জানাজানি হলে তার পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়।’
ওসি জানান, প্রাথমিক তদন্তে শাহজাহান, ওমর ফারুক ও নাঈম মিলে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। আর হাসমন তাদের সহযোগিতা করেছে। এদের মধ্যে নাঈম ও হাসমনকে শনিবার রাতে গ্রেফতারের পর রোববার (২৪ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।