Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়—রুমিন ফারহানা প্রসঙ্গে সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৮:৪৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ১৯:৪৭

সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার দাবি, নির্বাচন কমিশনের (ইসি) ভেতরেই এনসিপির এক কেন্দ্রীয় নেতাকে মারধর করেছে রুমিন ফারহানার অনুসারীরা।

রোববার (২৪ আগস্ট) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসিতে শুনানির সময় এ ঘটনা ঘটে। পরে ফেসবুকে এক পোস্টে সারজিস ক্ষোভ প্রকাশ করে লেখেন, “টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়, লেকচার দেওয়া যায়। কিন্তু কাজে প্রকাশ পায়—কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে, আর কে সংশোধন হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, “একদিকে রুমিন ফারহানার পোষ্য কর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে, অন্যদিকে রুমিন ফারহানা গাল ফুলিয়ে বিএনপির নেতা ও আইনজীবীর ভান করে না দেখার ভান করছেন।”

সারজিসের অভিযোগ, সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আপিল করায় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে রুমিনের কর্মীরা মারধর করে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “বিএনপি কি আবার আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায়? জোর যার মুলুক তার বানাতে চায়?”

তিনি আরও যোগ করেন, “ইসির ভেতরেই যদি একজন শীর্ষ নেতার নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে এই অথর্ব ইসি কীভাবে সারাদেশে অন্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে? আবার কীভাবে সুষ্ঠু ভোট সম্পন্ন করবে?”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর