Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মার্জিন বিধিমালা ২০২৫’ এর খসড়া অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৯:২৫

ঢাকা: পুঁজিবাজারের বিনিয়োগকারীদের বিনিয়োগের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতে ১৯৯৯ সালের মার্জিন ঋণের বিধিমালা রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। খসড়া বিধিমালাটি জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রাপ্ত মতামতের আলোকে খসড়া বিধিমালাটি চূড়ান্ত করে গেজেট প্রকাশের মাধ্যমে এটি কার্যকর করা হবে।

রোববার (২৪ আগস্ট) বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসইসি জানায়, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে এবং প্রান্তিক বিনিয়োগকারীসহ পুঁজিবাজারের সকল বিনিয়োগকারীদের বিনিয়োগের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে খসড়া বিধিমালাটি অনুমোদন করা হয়েছে। খসড়া বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে পুঁজিবাজারে মার্জিন অর্থায়নে বিদ্যমান ঝুঁকিসমূহ (প্রাতিষ্ঠানিক ঝুঁকি, ক্রেডিট ঝুঁকি, পদ্ধতিগত ঝুঁকি, ইত্যাদি) এবং উক্ত ঝুঁকিসমূহ হ্রাসকরণ তথা যথাযথ মার্জিন অর্থায়ন ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিতকরণ ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে/আরএস

পুঁজিবাবজার বিএসইসি মার্জিন বিধিমালা ২০২৫