Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল ব্যাংকের ন্যূনতম মূলধন ৩০০ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ২০:১০ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১১:০৩

ঢাকা: শাখাবিহীন ডিজিটাল ব্যাংক কোম্পানি স্থাপনের ক্ষেত্রে ন্যূনতম পরিশোধিত মূলধন পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

অতি সম্প্রতি (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, শাখাবিহীন ডিজিটাল ব্যাংক কোম্পানির পুনঃনির্ধারিত পরিশোধিত মূলধনের পরিমাণ হবে ৩০০ কোটি টাকা।

প্রসঙ্গত: এর আগে, ২০২৩ সালের ১৪ জুন প্রণীত ডিজিটাল ব্যাংক গাইডলাইনে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন ধরা হয়েছিল ১২৫ কোটি টাকা। অন্যদিকে একটি প্রচলিত ব্যাংকের লাইসেন্স পেতে ৫০০ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হয়।

বিজ্ঞাপন

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ১৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে শাখাবিহীন ডিজিটাল ব্যাংক কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ পুনঃনির্ধারণ করা হয়েছে বলে সার্কুলারে বলা হয়েছে।

উল্লেখ্য, ডিজিটাল ব্যাংক দেশের ব্যাংকিংখাতে একটি নতুন কনসেপ্ট। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী। তবে এর অধীনে পরিচালিত পেমেন্ট সার্ভিস চলবে বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশনস, ২০১৪ অনুসারে।

বিদ্যমান বিধান অনুযায়ী, অনুমোদিত ডিজিটাল ব্যাংককে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্তির পাঁচ বছরের মধ্যে পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আনতে হবে। আইপিও’র আকার ন্যূনতম স্পন্সর বা উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগের সমান হতে হবে।