Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনা জান নিয়ে পালাতে পারসে, আপনারা সেটাও পারবেন না: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ০৯:১১ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১১:৪৫

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই সনদ বাস্তবায়নে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক।

রোববার দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নের নিশ্চয়তার পরই অন্য কোনো আলোচনার শুরু হতে পারে। তার আগে নয়। উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ—কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও কড়া সতর্কতা দিয়ে বলেন, “কে কী করছেন কিংবা কী করতে চাইছেন, কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারসে, আপনারা সেটাও পারবেন না। জনগণ এতটা উদার নয়।”

বিজ্ঞাপন

এনসিপির এই নেতা স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, “সাধু সাবধান। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ক্ষমতা প্রতিফলিত হবে। বাধা দেওয়ার চেষ্টা করলে জনগণের বিচার এড়ানো সম্ভব হবে না।”

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

এনসিপি জুলাই সনদ শেখ হাসিনা সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর