Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
দুর্দান্ত এমবাপে-ভিনিসিয়াসে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৫ ১০:১২ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১২:৪৮

লা লিগায় টানা দ্বিতীয় জয় পেল রিয়াল

ওসাসুনার বিপক্ষে প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছিলেন তারা। লা লিগায় মৌসুমের দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফিরল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় পেয়েছে রিয়াল। ওভেইদোকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষ তিনে ফিরেছেন তারা।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রেখেছে রিয়াল। তবে একের পর এক আক্রমণ সাজালেও কিছুতেই গোলের দেখা পাচ্ছিলেন না রিয়াল ফরোয়ার্ডরা। অবশেষে ৩৭ মিনিটের মাথায় ডেডলক ভাঙ্গেন এমবাপে। আরদা গুলারের অ্যাসিস্টে বল পেয়ে গোল করতে ভুল করেননি এমবাপে।

এমবাপের গোলেই ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় গোলের দেখা পায়নি রিয়াল।

বিজ্ঞাপন

৮৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। এবার অ্যাসিস্ট ছিল ভিনিসিয়াসের। ৯৩ মিনিটে গোলের দেখা পান ভিনি। তার গোল আসে ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে।

৩-০ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা, গোল ব্যবধানে এগিয়ে থেকে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভিয়ারিয়াল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর