Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কারের পরই নির্বাচন নিয়ে ভাববে এনসিপি: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ০৯:৫৩ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১২:২৮

মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত অনুষ্ঠানে নাহিদ ইসলাম।

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের নিশ্চয়তা ছাড়া নির্বাচন সম্ভব নয়।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। জুলাই সনদের আইনি ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। তবে নির্বাচনের তারিখ নিয়ে এনসিপি কখনো পক্ষ-বিপক্ষ করে নাই, শুধু বলেছে—সংস্কার ও বিচারের নিশ্চয়তা থাকলেই ডিসেম্বরেও নির্বাচন হতে পারে।

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রসঙ্গে নাহিদ বলেন, “নির্বাচন পেছানো কিংবা আসন সমঝোতা—এসব শুধু গালগল্প ও মিথ্যা প্রোপাগান্ডা। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বিপ্লবের পর জনগণকে বলতে হবে—দেশের পরিবর্তন আমরা এনেছি। তাই সংস্কারই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরই নির্বাচন নিয়ে ভাববো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক। পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর