Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে এক ম্যাচের জন্য কত টাকা নেবে আর্জেন্টিনা?

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৫ ১১:১৫

ভারতে খেলবে আসছে মেসির আর্জেন্টিনা

এই বছরের শেষভাগে ভারতে খেলতে আসবে আর্জেন্টিনা দল, জানা গিয়েছিল আগেই। তবে ওই ম্যাচের জন্য কত টাকা নেবে লিওনেল মেসির আর্জেন্টিনা, সেটা নিয়েই ছিল জল্পনা কল্পনা। এবার জানা গেল, এক ম্যাচের জন্য প্রায় ১৮১ কোটি টাকা দাবি করেছে আর্জেন্টিনা ফুটবল ফেদারেশন!

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভারতে একটি প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম এরই মধ্যে জানিয়েছে, ম্যাচের ভেন্যু হিসেবে কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামকে বেছে নিয়েছে দেশটি।

এই প্রীতি ম্যাচে মেসিও যে মাঠে নামবেন, সেটা নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান। ভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দু বলছে, কেরালায় এই ম্যাচ খেলতে ১৩০ কোটি রুপি দাবি করেছে আর্জেন্টিনা, বাংলাদেশি টাকায় যা ১৮১ কোটি।

বিজ্ঞাপন

কেরালায় মেসি-মার্তিনেজ-আলভারেজরা কোন দলের বিপক্ষে খেলবেন, সেটা এখনো ঠিক হয়নি। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে শোনা যাচ্ছে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম। তবে আর্জেন্টিনার চাওয়া, ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এ আছে, এমন কোনো দলের বিপক্ষে খেলা।

এই ম্যাচ আয়োজন করতে প্রায় ৪০০ কোটি রুপি, বাংলাদেশি টাকায় প্রায় ৫৫৬ কোটি টাকা ব্যয় হবে কেরালা ফুটবল ফেডারেশনের।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা ভারত লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর