Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ট্রাকের ধাক্কায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১০:৫৪ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১৩:০১

ছবি: সারাবাংলা

খুলনা: খুলনার ডুমুরিয়ায় ট্রাকচাপায় একটি ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- ইজিবাইক চালক ডুমুরিয়ার খরসন্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদুর মোড়ল (২৫), যাত্রী ডুমুরিয়ার উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন (৩৬) ও বাগদাড়ি গ্রামের মোহাম্মদ রুস্তম আলী খান (৬৫)।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাকের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সারাবাংলা

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

ট্রাকের ধাক্কায় নিহত