Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আরএকে সিরামিক্সের আউটলেট উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১৫:০১

আরএকে সিরামিক্সের আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠান।

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারি ওয়্যারস প্রস্তুতকারক মাল্টিন্যাশনাল ব্র্যান্ড আরএকে সিরামিক্স চট্টগ্রামে তাদের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন করেছে।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রামের ছোট পুল এক্সেস রোড আগ্রাবাদে এই আউটলেটের উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে। এছাড়াও উপস্থিত ছিলেন জিএম ও হেড অব সেলস মো. রাশেদুজ্জামান, ডিজিএম ও হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমানসহ প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে জানান, আরএকে সিরামিক্স সবসময়ই গ্রাহকদের জন্য আধুনিক ডিজাইনের টাইলস ও স্যানিটারি পণ্য সরবরাহ করে আসছে। চট্টগ্রামের মানুষের হাতের নাগালে সাশ্রয়ী দামে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে এই নতুন ফ্যাক্টরি আউটলেট চালু করা হলো।

বিজ্ঞাপন

কোম্পানিটি আশা করছে, নতুন এই আউটলেট উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রামবাসীর ঘরবাড়ি ও ব্যবসায়িক স্থাপনার আধুনিক সাজসজ্জায় আর এ কে সিরামিক্সের পণ্য বড় ভূমিকা রাখবে। এই আউটলেটে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পছন্দের টাইলস ও স্যানিটারি ওয়্যারস ক্রয়ের সুযোগ পাবেন। উদ্বোধনী উপলক্ষে নির্দিষ্ট পণ্যে থাকছে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্য ছাড়।

সারাবাংলা/ইএইচটি/এনজে

আউটলেট উদ্বোধন আরএকে সিরামিক্স