Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ভুট্টাক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১৫:৩৫ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১৫:৩৭

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল।

কুষ্টিয়া: জেলার দৌলতপুর উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টাক্ষেতে মুখ বাঁধা অবস্থায় জাইমা খাতুন (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের মাঠের ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত জাইমা খাতুন একই এলাকার মরহুম আফাজ উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, বহুদিন ধরেই তিনি মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আজ বেলা ১১টার দিকে ভুট্টাক্ষেতে মুখ বাঁধা অবস্থায় জাইমা খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, মৃত নারীর পায়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাস কাটাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসডব্লিউ

নারীর মরদেহ ভুট্টাক্ষেতে মরদেহ