Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিগরি শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনায় টিম গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১৬:১২ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১৬:১৪

‎ঢাকা: এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার জন্য একটি টিম গঠন করা হয়েছে। পাঁচ সদস্যবিশিষ্ট এই টিম গঠন করেছে কারিগরি শিক্ষা অধিদফতরের এমপিও শাখা।

‎রোববার (২৪ আগস্ট) এমপিও শাখার সহকারী পরিচালক-১১ মো. সাইফুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত বদলি নীতিমালা-২০২৫ অনুযায়ী, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষিকাদের বদলি কার্যক্রম একটি স্বয়ংক্রিয় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎বিজ্ঞপ্তি অনুযায়ী নবগঠিত এ টিমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা (আইসিটি সেল) শাকিলা রহমানকে আহ্বায়ক করা হয়েছে। টিমের অন্য সদস্যরা হলেন- জিহাদ হাসান ভুইয়া, সংযুক্ত কর্মকর্তা (ইএফটি সেল) মো. আলী ইসলাম সংযুক্ত কর্মকর্তা (আইসিটি সেল) মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, সংযুক্ত কর্মকর্তা (ইএফটি সেল) মো. আব্দুল হাই, সংযুক্ত কর্মকর্তা (ইএফটি সেল)।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এনজে

কারিগরি শিক্ষক টিম গঠন বদলি কার্যক্রম