Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে আদালত চত্বরে স্বামীকে স্ত্রীর ছুরিকাঘাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১৮:২৬

নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

নোয়াখালী: নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মহসিন উদ্দিন জুয়েল (৬০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে জখম করেছে তার স্ত্রী সুলতানা সিদ্দিকী (৩৭)। পরে স্থানীয় লোকজন সুলতানাকে আটক করে ছুরিসহ পুলিশের কাছে সোপর্দ করে।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩য় তলায় এ ঘটনা ঘটে। আহত মহসিন উদ্দিন জুয়েল বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে জুয়েল তার ভাই মতিউল ইসলামের বিরুদ্ধে একটি চেক ডিজঅনার মামলা করে। মামলাটির শুনানির জন্য স্ত্রী সুলতানাকে নিয়ে মাইজদী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আসেন জুয়েল। এ সময় কোর্টের বারান্দায় তার স্ত্রী সুলতানা সিদ্দিক হঠাৎ করে জুয়েলের গলায় ছুরিকাঘাত করে। উপস্থিত জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে আহত জুয়েলকে করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

আহত জুয়েল জানান, গত ২০১৩ সালে তার সাথে পারিবারিক ভাবে সুলতানা সিদ্দিকের বিয়ে হয়। তার স্ত্রী সুলতানা মানসিকভাবে অসুস্থ্য বলে জানান তিনি।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, আহত জুয়েলের পক্ষ থেকে কোন অভিযোগ ছিলনা। তার স্ত্রী অসুস্থ বলে তিনি নিশ্চিত করেছেন। পরে লিখিত দিয়ে তিনি তার স্ত্রীকে নিয়ে গেছেন।

সারাবাংলা/এনজে

আদালত চত্বর ছুরিকাঘাত স্বামী-স্ত্রী