Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্লাটশেমিং করার অধিকার কারও নেই: হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১৯:২২ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ২১:৫৩

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

ঢাকা: নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, তার শরীর, সম্পর্ক, পোশাক বা ব্যক্তিগত জীবনকে টেনে এনে স্লাটশেমিং করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেন, ‘এটা রাজনীতি নয়, এটা পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে নোংরা প্রকাশ। ভয়ঙ্কর বিষয় হলো, এই ঘৃণার চর্চা অনেক সময় আসে প্রগতিশীলতার মুখোশ পরা লোকদের হাত থেকেই, যারা একদিকে নারীর অধিকারের কথা বলে, আর অন্যদিকে কোনো নারী তাদের রাজনৈতিক মতের বাইরে গেলেই তার চরিত্রে আঘাত হানে।’

বিজ্ঞাপন

তিনি রুমিন ফারহানা, তাসনিম জারা, সামান্থা, উমামা, তাজনুভা কিংবা মানসুরার নাম উল্লেখ করে বলেন, ‘তারা কেউ এই ঘৃণ্য ট্র্যাডিশনের বাইরে নন।’

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে লিখেন, ‘কোনো দল বা মতের পক্ষে থাকলে স্লাটশেমিংকে হালকা করে দেখা হয়, আর বিপক্ষে থাকলে তা উৎসাহিত করা হয়। এই দ্বিচারিতা রাজনীতিকে কুরুচিপূর্ণ করার পাশাপাশি নারীবিদ্বেষকে স্বাভাবিক করে তুলছে।’

তিনি আরও লিখেন, ‘‘এই ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো ‘নরমালাইজড রেসপন্স’ নয়, এটা জরুরি রাজনৈতিক লড়াই। দল, মত, পরিচয় যাই থাকুক না কেন, এই লড়াই অব্যাহত রাখতে হবে। আমি নিজে শ্রেণিঘৃণার শিকার হলেও, রুমিন ফারহানাসহ যেকোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি।’

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি স্লাটশেমিং হাসনাত আব্দুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর