Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৫২ কর্মকর্তা বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ২০:০১ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ২২:৩১

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিম (পুলিশ অধিদফতর থেকে সিআইডিতে বদলি), অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীর (আরআরএফ থেকে পুলিশ স্টাফ কলেজে বদলি), অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদার (আরআরএফ থেকে রাজশাহী রেঞ্জে বদলি), পুলিশ সুপার মো. হাতেম আলী (ঢাকার রেঞ্জ ডিআইজি অফিস থেকে খুলনার আরআরএফ এ বদলি), মোহাম্মদ আশিকুর রহমান (এসবির বিশেষ পুলিশ সুপার থেকে পুলিশ সুপার ইস-সার্ভিস ট্রেনিং সেন্টার), মোহাম্মদ আবদুল আজিজ (পুলিশ অধিদফতরের এআইজি থেকে সারদার পুলিশ সুপার), জান্নাত আফরোজ (সিএমপির উপপুলিশ কমিশানার থেকে পুলিশ অধিদফতরে পুলিশ সুপার), মো. দোলোয়ার হোসেন (সংসদ সচিবালয়ের পুলিশ সুপার থেকে পুলিশ অধিদফতরে পুলিশ সুপার)।

বিজ্ঞাপন

এছাড়াও, রয়েছেন মো. জিল্লুর রহমান (র‌্যাবের ডিআইজি থেকে ডিএমপির ডিআইজি), ফারুক আহমেদ (ডিএমপির ডিআইজি থেকে র‌্যাবের ডিআইজি), মো. শফিকুল ইসলাম (হাইওয়ে পুলিশের ডিআইজি থেকে ডিএমপির ডিআইজি), ডিআইজি ব্যারিস্টার মো. জিল্লুর রহমান (সারদা পুলিশ একাডেমী থেকে রেলওয়ে পুলিশ), ডিআইজি মো. মাহবুবুর রহমান ভূঁইয়া (রেলওয়ে পুলিশ থেকে খুলনার পিটিসিতে), ডিআইজি মো. আবুল খায়ের (আর্মড পুলিশ থেকে ঢাকার টিডিএস এ), ডিআইজ শেখ মোহাম্মদ রেজাইল হায়দার (রেলওয়ে পুলিশ থেকে রংপুরের পিটিসিতে), আবদুল কুদ্দুছ চৌধুরী (খুলনার পিটিসি থেকে এসএমপির পুলিশ কমিশনার), ডিআইজি মীর আশরাফ আলী, ডিআইজি শামীমা বেগম (এসবি থেকে সারদার পুলিশ একাডেমী), ডিআইজি মো. সায়েদুর রহমান (পিবিআই থেকে রাজারবাগ পুলিশ হাসপাতাল), ডিআইজি মো. আবুল কালাম আজাদ (হাইওয়ে পুলিশ থেকে পিবিআই)।

অন্যান্যদের মধ্যে রয়েছেন মো. ইব্রাহীম খলিল (বরগুনার পুলিশ সুপার থেকে পুলিশ অধিদফতরের এআইজি), পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার (শিল্পাঞ্চল পুলিশ থেকে বরগুনার পুলিশ সুপার), পুলিশ সুপার মো. আসাদুজ্জামান (পিবিআই থেকে বাগেরহাট), মো. তৌহিদুল আরিফ (বাগেরহাটের পুলিশ সুপার থেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার), মো. আব্দুল হান্নান (নরসিংদীর পুলিশ সুপার থেকে বিএমপির উপপুলিশ কমিশনার), মো. মেনহাজুল আলম (পুলিশ অধিদফতরের এআইজি থেকে নরসিংদীর পুলিশ সুপার), প্রত্যুষ কুমার মজুমদার (নারায়ণগঞ্জের পুলিশ সুপার থেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার), মোহাম্মদ জসীম উদ্দিন (ডিএমপির উপপুলিশ কমিশনার থেকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার), পুলিশ সুপার মাকসুদা আকতার খানম (মেহেরপুর থেকে জননিরাপত্তা বিভাগ), মনজুর আহমেদ সিদ্দিকী (ডিএমপির উপপুলিশ কমিশনার থেকে মেহেরপুরের পুলিশ সুপার), কাজী এহসানুল কবীর (নড়াইলের পুলিশ সুপার থেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার), রবিউল ইসলাম (এসবির বিশেষ পুলিশ সুপার থেকে নড়াইলের পুলিশ সুপার), পুলিশ সুপার আমজাদ হোসাইন (নাটোর থেকে শিল্পাঞ্চল পুলিশ) এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম (হাইওয়ে পুলিশ থেকে নাটোর)।

অন্যান্যরা হলেন- এসবির অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন (পুলিশ টেলিকম থেকে প্রশাসন, পুলিশ অধিদফতর), অতিরিক্ত আইজি আকরাম হোসেন, হাসিব আজিজ (সিএমপির ডিআইজি থেকে সিএমপির অতিরিক্ত আইজি), অতিরিক্ত আইজি গাজী জসিম উদ্দিন, অতিরিক্ত আইজি আবু নাছের মোহাম্মদ খালেদ, রেজাউল করিম (এসএমপির ডিআইজি থেকে অতিরিক্ত আইজি, এন্টি টেররিজম ইউনিট), অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি মো. মোস্তফা কামাল, অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহ, আলী হোসেন ফকির (এপিবিএন এর ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি, এপিবিএন), ডিআইজি জি এম আজিজুর রহমান, মো. সরোয়ার (ডিএমপির ডিআইজি থেকে অতিরিক্ত আইজি), সরদার নুরুল আমিন (ডিআইজি থেকে অতিরিক্ত আইজি), কাজী মো. ফজলুল করিম (ডিআইজি থেকে অতিরিক্ত আইজি), আহসান হাবীব পলাশ (ডিআইজি থেকে অতিরিক্ত আইজি)।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম

৫২ জন পুলিশ বদলি