Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ‘অপারেশনের ভয়ে’ হাসপাতাল থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ২০:৩১

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।

সিলেট: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ তলা থেকে লাফ দেওয়ার পর আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রোববার (২৪ আগস্ট) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফয়েজ আহমদ (৩০) সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

জানা গেছে, সিলেট মহানগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মূত্রথলি ও মূত্রনালীর সমস্যা নিয়ে ভর্তি হন সিলেটের কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ।

সোমবার (২৫ আগস্ট) তার অপারেশন হ‌ওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের ভয়ে রোববার (২৪ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে সিলেট মহানগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ তলার সিড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে ওই হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অপারেশনের ভয়ে রোববার রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ তলা থেকে লাফ দিয়ে ফয়েজ আহমেদ গুরুতর আহত হন। পরে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এনজে

মৃত্যু যুবক লাফ