Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে ব্যাংক এশিয়ার গ্রাহক সচেতনতামূলক কর্মশালা

সারাবাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৫ ২০:৪৮

গ্রাহক কর্মশালা

আর্থিক সচেতনতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গ্রাহক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি।

শনিবার (২৩ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক এজেন্ট ও গ্রাহক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লার সভাপতিত্বে কর্মশালায় ব্যাংকের ইভিপি
মো. সিরাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কর্মশালায় ব্যাংকিং পণ্য ও সেবা, প্রবাসী আয়, আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনা এবং সাইবার নিরাপত্তাসহ গ্রাহক সুরক্ষা ও আর্থিক সচেতনতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে তাদের জ্ঞান বৃদ্ধি ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পান।

২০১৪ সালে ব্যাংক এশিয়ার হাত ধরে এদেশে এজেন্ট ব্যাংকিং সেবা শুরু হয়। বর্তমানে এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যাংক এশিয়া ৭০ লাখেরও বেশি গ্রাহককে সেবা প্রদান করছে, যার মধ্যে ৯২% গ্রাহক গ্রামীণ এলাকার এবং ৬৪% নারী। এছাড়াও
সারাদেশে ৩৪ লাখ সামাজিক সুরক্ষা ভাতা সুবিধাভোগীর কাছে সরকারি ভাতা বিতরণে সহযোগিতা করছে ব্যাংক এশিয়া, যা আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর