Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ২২:৩৪

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

সোমবার (২৫ আগস্ট) ইসির উপসচিব এম. মাজহারুল ইসলাম সই করা এক পত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইসি সচিবের নেতৃত্বে একটি প্রশাসনিক ও একটি টেকনিক্যাল টিম যুক্তরাষ্ট্র সফরে যাবেন। প্রশাসনিক টিমে থাকবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর, একই বিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এবং উপ-প্রধান মোহাম্মদ মুস্তফা হাসান। ইসির এই টেকনিক্যাল টিমও এ সফরে অংশ নেবে। এ টিম যুক্তরাষ্ট্রে সরঞ্জাম ও সিস্টেম স্থাপন, তা তত্ত্বাবধান এবং স্থানীয় দূতাবাস ও কনস্যুলেটের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানে দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

সফরসূচি অনুযায়ী, তারা আগামী ১৯ সেপ্টেম্বর বা নিকটবর্তী কোনো তারিখে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন এবং ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। সফর শেষে ২৯ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এ সফরকালে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর