Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ২২:৩৫ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ০০:২৫

নিহত রিকশাচালক মনিরুল ইসলাম গাজীর মরদেহ

খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম গাজী নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর সোনাডাঙ্গার নুরনগর এলাকায় বাংলাদেশ বেতারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম গাজী খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি ছোটখালপাড় এলাকার বাসিন্দা কুরমান আলী গাজীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশা পেছন থেকে ধাক্কা দিলে রিকশারচালক ছিটকে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি সার বোঝাই ট্রাক ওই রিকশাচালককে চাপা দিলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

বিজ্ঞাপন

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ হারবে সে তো জানা কথা!
১৫ অক্টোবর ২০২৫ ১৫:২০

আরো

সম্পর্কিত খবর