Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকসু নির্বাচনে ভোট প্রদানের সুযোগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ০৮:৪৬

বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট প্রদানের সুযোগ চেয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৭২ ব্যাচ) একদল শিক্ষার্থী।

সোমবার (২৫ আগস্ট) রাত ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় ‘৭২ ছাড়া রাকসু চলবে না চলবে না, মানি না মানবো না’; ‘ফ্রেশারদের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে’; ‘রাকসু ফি দিয়েছি, ভোটাধিকার চেয়েছি’; ‘রাকসু আমার অধিকার, তুমি কে আটকাবার?’—এসব স্লোগান দিতে থাকেন নবীন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশের আশপাশে শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মীর অবস্থান দেখা যায়।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. বেনজীর হোসেন বলেন, “ডাকসুতে নবীন শিক্ষার্থীরা ভোট দিতে পারছে; তাদের তালিকাও প্রকাশিত হয়েছে। কিন্তু রাকসুতে ৭২তম ব্যাচের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। আমাদের দাবি, রাকসুর ভোটার তালিকায় ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং ভোটাধিকার প্রদানের সুযোগ দিতে হবে।”

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আবু সাইদ বলেন, “২৪-এর গণঅভ্যুত্থান দেখে আমরা শিখেছি কীভাবে অধিকার আদায় করতে হয়। এটি আমাদের শেষ কর্মসূচি নয়। রাকসু নির্বাচনে ভোটাধিকার প্রদানের সুযোগ না দেওয়া হলে, আগামীকাল (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে সকাল ১১টায় আমরা মানববন্ধনের ডাক দিচ্ছি। অধিকার আদায়ে ঐক্যবদ্ধ।”

এ বিষয়ে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “নিয়ম অনুযায়ী ২৭ জুলাইয়ের মধ্যে যাদের ফলাফল প্রকাশিত হয়েছে, তাদের রাকসু নির্বাচনে ভোট প্রদানের সুযোগ নেই। যেহেতু ২৭ জুলাইয়ের সময় পর্যন্ত ৭২তম ব্যাচ (২০২৪-২৫ সেশন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি। সেজন্যই মূলত এই ব্যাচের শিক্ষার্থীরা সামনের রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট প্রদান করতে পারছেনা। আমরা তো নিয়মের বাইরে যেতে পারি না।”

বিজ্ঞাপন

পিছিয়ে গেল বিপিএল
২৮ নভেম্বর ২০২৫ ১৯:৫৩

আরো

সম্পর্কিত খবর