Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যার মধ্যে ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ০৯:২৫ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ১১:৩৩

বৃষ্টি। ছবি: সংগৃহীত

ঢাকা: আজ দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। এর প্রভাবে উল্লিখিত চার বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকা চট্টগ্রাম ও সিলেটে এবং নদীবিধৌত ময়মনসিংহ ও রংপুর অঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, রাজধানী ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চল।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিনের বাকি সময়ে সারাদেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে সন্ধ্যার পর বৃষ্টির কারণে কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন,আগস্টের শেষ ভাগ মৌসুমি বর্ষার জন্য স্বাভাবিক সময় হলেও, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির ধরণে অনিয়ম দেখা দিচ্ছে। ফলে কোথাও কোথাও স্বল্প সময়ে অতি বৃষ্টি হয়ে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়। আবহাওয়া অধিদফতর তাই পাহাড়ি অঞ্চলে বসবাসরতদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।

এদিকে, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি বাড়তে পারে। একইসঙ্গে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার শঙ্কা থাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া এই পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির তীব্রতা বিশেষ করে বিকেল থেকে রাতের দিকে বাড়তে পারে। তাই জনগণকে অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার এবং নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঝড়বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির পূর্বাভাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর