Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের চারটি আসন পুনর্বহালের দাবি

‎ ‎স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১২:১৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ১৪:৫২

সংসদীয় আসনের শুনানি শেষে সংবাদিকদের সঙ্গে কথা বলছেণ ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী।

ঢাকা: মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের চারটি আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন এই দুই জেলার প্রতিনিধিরা। ‎মঙ্গলবার (২৬ আগস্ট) আগারগাঁওয়ে ‎নির্বাচন ভবনে সংসদীয় আসনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তারা এ দাবি জানান।

‎মানিকগঞ্জের প্রতিনিধি ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী বলেন, ২০০১ সাল পর্যন্ত মানিকগঞ্জ জেলায় চারটি সংসদীয় আসন ছিল। ২০০৮ সালে মানিকগঞ্জে একটি আসন কমিয়ে তিনটি করা হয়। এতে সংসদে মানিকগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব কমেছে। চারটি আসন থাকায় মানিকগঞ্জে যে বরাদ্দ ছিল তা কমে গেছে। আমরা চারটি আসনের যৌক্তিকতা তুলে ধরেছি শুনানিতে।

‎মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, আমি এখানে এসেছি মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে। ২০০১ সালের মতো মানিকগঞ্জে চারটি আসন মানিকগঞ্জের সকল স্তরের মানুষের দাবি। সেইসঙ্গে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে শুনানিতে।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/ইআ

আসন পুনর্বহাল