নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে সড়কের পাশ থেকে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার চরজব্বার ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী নুর ইসলাম জানান, দুপুরে সড়কের পাশে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রতিনিধিকে জানান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে । নিহতের গলায় ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।