Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ভারসাম্যহীন নারী হত্যার ঘটনায় ২ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৫:১৬

প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরশাদিপুর এলাকায় জাইমা খাতুনকে (৫৫) নামে এক ভারসাম্যহীন নারীকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যম্যে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে নিহতের ভাই আসানুল খাঁ হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতার দুইজন হলেন- চরশাদিপুর এলাকার মৃত আইজউদ্দিনের ছেলে সেন্টু আলী (৫৫) ও আনারুল ইসলাম (৪৬)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জাইমা নিয়মিত মাঠ থেকে ছাগলের জন্য ধঞ্চের পাতা কাটতেন। এ নিয়ে ধঞ্চে চাষিদের সঙ্গে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এই ক্ষোভ থেকেই তাকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, নিহতের ভাই মামলা করার পর তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে দুজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরশাদিপুর এলাকার মাঠে ঘাসের জমি থেকে মুখ বাঁধা ও পায়ে আঘাতের চিহ্নসহ জাইমা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাইমা চরশাদিপুর গ্রামের মৃত আফাজ খাঁর মেয়ে। তিনি মানসিকভাবে অসুস্থ ও স্বামী পরিত্যক্তা ছিলেন।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর