Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা সীমান্তে পৌনে দুই কোটি টাকার সোনার বারসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৬:১৬

চুয়াডাঙ্গা: ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা মূল্যের ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ৮টি অবৈধ সোনার বারসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ তথ্য জানায়। এরআগে সকালে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে পাচারকারীদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন (৪৯) ও একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক হায়দার আলী সই করা বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সকালে বিজিবির একটি সশস্ত্র দল নিয়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করে। এসময় তাদের তল্লাশি করে ৮টি সোনার বার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও আটক পাচারকারীদের কাছ থেকে চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি বাটন ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেন।

এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে আটকদের থানায় হস্তান্তর করেছেন। উদ্ধারকরা সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

ফেসবুকে আয় বাড়ানোর উপায়
২৬ আগস্ট ২০২৫ ১৫:২৯

আরো

সম্পর্কিত খবর