Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ-৫ আসন পুনর্নির্ধারণে এলাকাবাসীর ‘না’

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৬:৩২

ঢাকা: নারায়ণগঞ্জ-৫ আসনের পুনর্নির্ধারণে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। এ সময় তারা পুরোনো সীমানা ফেরত যাওয়ার দাবি জানান।

‎মঙ্গলবার (২৬ আগস্ট) নারায়ণগঞ্জ ৩, ৪, ৫ আসনে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ দাবির কথা জানান তারা।

‎নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল খন্দকার খোরশেদ বলেন, এখানে আমি প্রতিবাদ জানাতে এসেছিলাম। আমাদের নারায়ণগঞ্জ-৫ আসন থেকে পাঁচটি ইউনিয়নকে কেটে সোনারগাঁও (নারায়ণগঞ্জ-৩) আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। ‎এতে নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ রাজনৈতিক, সামাজিক ও ভৌগোলিকভাবে বঞ্চনার শিকার হয়েছে। সেই বঞ্চনার কথা কমিশনকে আমি জানিয়েছি।

বিজ্ঞাপন

‎তিনি বলেন, একটা বিরাট অংশ যদি বিভক্ত হয়ে সোনারগাঁওয়ের সঙ্গে চলে যায়, আমরা এতদিনে যেই নেতাকর্মী তৈরি করেছি তাদের মধ্যে অনেকে প্রার্থী আছে, আমরা সবাই বঞ্চিত হবো। সবচেয়ে বড় কথা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নকে কেটে নেওয়া হচ্ছে। ফলে যে প্রশাসনিক অখণ্ডতার কথা বলা হয়েছে সেই অখণ্ডকার বিষয়টা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে।

‎তিনি আরও বলেন, আশা করি অবশ্যই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তারা আমাদের দাবি পুনর্বিবেচনা করবে। নয়তো আমরা মনে করি আগামী কাঙ্ক্ষিত নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে এ ধরনের উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। যেখানে আমরা মনে করি যে এগুলো হাইকোর্ট-সুপ্রিম কোর্ট করলে নির্বাচন পিছিয়ে যেতে পারে।

‎অ্যাডভোকেট মোহম্মদ হাবিবুর রহমান বলেন, প্রস্তাবিত পাঁচ আসনের ভেতরে তিনটি থানার কথা উল্লেখ করা হয়েছে- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর এখন বন্দরের একাংশ। তিনটি থানা নিয়ে আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের প্রস্তাব করা হয়েছে। আমরা এ প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।

‎তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ দীর্ঘদিন ধরে একটা ফুটবলের মতো হয়ে গেছে। আমরা প্রথমে ছিলাম নারায়ণগঞ্জ-৪ আসনের, পরবর্তীতে গেছি আমরা নারায়ণগঞ্জ-৩ আসনে আর ২০০৮ সালের পরে আমাদের দেওয়া হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে। এখন নতুন করে আবার সীমানা পরিবর্তন করা হচ্ছে। আমরা চাই সোনারগাঁয়ের সঙ্গে থাকতে। ২০০৮ সালে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ মিলে আসন ছিল নারায়ণগঞ্জ-৩, তেমনি করতে হবে।

‎সারাবাংলা/এনএল/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর