চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার আশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
মৃত দুইজন হলেন- মো. নাজিম (২৪) ও মো. তারেক (২০)। তাদের বাড়ি ওই ইউনিয়নের দক্ষিণ আশিয়া গ্রামে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘নির্মাণাধীন ভবনের একটি সেফটিক ট্যাংকের ভেতর নির্মাণকাজে ব্যবহৃত কিছু পরিত্যক্ত বাঁশ ও কাঠ রাখা হয়েছিল। ট্যাংকটি ওপর থেকে বন্ধ অবস্থায় ছিল। সকালে দুই শ্রমিক বাঁশ-কাঠগুলো তোলার জন্য ট্যাংকের ভেতরে নামেন।’
‘কিন্তু বদ্ধ প্রায় বায়ূশূন্য অবস্থায় থাকা ট্যাংকটির ভেতরে পানি জমে গ্যাস তৈরি হয়। এতে দমবন্ধ হয়ে দুই শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা গিয়ে দুইজনকে ট্যাংকের ভেতর থেকে তুলে আনে। কিন্তু ততক্ষণে দুইজন মারা যান। পরে আমরাও ঘটনাস্থলে যাই।’
ওসি আরও জানান, মৃত দুজনের লাশ থানায় নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।