ঢাকা: সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে তৃতীয় দিনে ঢাকা অঞ্চলের ২৮টি আসন সম্পর্কিত ৩০৯টি আবেদনের শুনানি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ শুনানি অনুষ্ঠিত হয়।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, শুনানিতে প্রকাশিত খসড়া সীমানার বিপক্ষে ২৫৯টি এবং পক্ষে ৫০টি আবেদন আসে।
আগামীকাল বুধবার (২৭ আগস্ট) শুনানির শেষ দিনে রংপুর অঞ্চলের ৭টি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের ৩টি, ফরিদপুরের ১৮টি এবং সিলেট অঞ্চলের ২টি আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সব দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন।