Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৯:২১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ২১:১৮

বিএনপি নেতা ফজলুর রহমান। ফাইল ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারনের উপদেষ্টা ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে দলটি। মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে, ২৪ আগস্ট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। তিনি লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন। পরে ২৫ আগস্ট তাকে আরও ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়। তবে ২৬ আগস্ট তার দাখিল করা জবাবকে দল সন্তোষজনক মনে করেনি।

আরও পড়ুন: বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান

চিঠিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অবদানের কথা বিবেচনায় কঠোর ব্যবস্থা না নিয়ে আপাতত তার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো।

বিজ্ঞাপন

এছাড়া, তাকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং জনগণের ধর্মীয় অনুভূতি যেন ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে।

সারাবাংলা/এফএন/পিটিএম

পদ স্থগিত ফজলুর রহমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর