Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় দলের সাবেক ফুটবলার অস্ত্র-মাদকসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ২০:২২

জাতীয় ফুটবল দলের অনূর্ধ্ব–১৫ এর সাবেক ফুটবল খেলোয়াড় আশিকুর রহমান আশিক

ঠাকুরগাঁও: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনূর্ধ্ব–১৫ এর সাবেক ফুটবল খেলোয়াড় আশিকুর রহমান আশিক (২২) ও তার সহযোগী আরিফ হোসেন বাধনকে (২৩) ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার সন্ধ্যায় পৌর শহরের বথপালিগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরমানকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার দুই সহযোগী আশিক ও বাধনকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, একটি রামদা, একটি চাপাতি, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে, মূল অভিযুক্ত আরমান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আটক আশিক পৌর শহরের বথপালিগাঁও মহল্লার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি জাতীয় দলের অনূর্ধ্ব–১৫ দলের সদস্য ছিলেন। আশিক বিদেশে বাংলাদেশের হয়ে গোল করে আলোচনায় আসেন। ২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত মালদ্বীপের বিপক্ষে এক ম্যাচে মাঠে নেমে তিনি দুটি গোল করেছিলেন। ওই ম্যাচে বাংলাদেশ ৯–০ গোলে জয়ী হয়েছিল। সেই সময় আশিককে দেশের অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

কিন্তু, ধীরে ধীরে তিনি ফুটবল মাঠ থেকে সরে গিয়ে অপরাধে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং অভিযুক্ত আরমানের সহযোগী হিসেবে কাজ করছে।

আটক বাধন একই শহরের রঘুনাথপুর মহল্লার মকবুল হোসেনের ছেলে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানে আশিক ও বাধনকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আশিক ও আরিফকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত আরমানকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এসআর

অস্ত্র-মাদক আটক ফুটবলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর