Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি

গোবিপ্রবি করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ২০:৩২ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ২০:৩৫

গোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( গোবিপ্রবি ) ছাত্র সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। ৩টা পর্যন্ত চলা এ অবস্থান কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তারা ছাত্র সংসদ নির্বাচনের জোর দাবি জানান।

পরে বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর অবস্থান কর্মসূচি স্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এসময় তার কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী ত্বোহা বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন। এর মাধ্যমে শিক্ষার্থীদের সার্বজনীন প্রতিনিধি নির্বাচন সম্ভব। নির্বাচিত প্রতিনিধিরা তখন সব শিক্ষার্থীর প্রতি দায়বদ্ধ থাকবেন।’ তিনি বলেন, ‘ক্যাম্পাস স্থিতিশীল রেখে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কালো টাকা ও পেশিশক্তি নির্ভর রাজনীতি বন্ধ করতে ছাত্র সংসদ অত্যন্ত জরুরি।’

কৃষি বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম মাধ্যম। সংসদ থাকলে প্রশাসনের কাছে ছাত্রদের কথা বলার মঞ্চ তৈরি হবে। পাশাপাশি সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত হবে। না হলে ক্ষমতাসীন দলের একক আধিপত্য বেড়ে যায়। এতে যেমন শিক্ষার্থীরা অধিকার হারাচ্ছে, তেমনি দেশও যোগ্য নেতৃত্ব থেকে বঞ্চিত হচ্ছে।’

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুবর্না জয় বলেন, ‘ছাত্র সংসদ না থাকায় ক্লাসরুমের সংকট, হলের আসন, ল্যাব সুবিধা ও টিউশন ফি সংক্রান্ত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের কোনো আনুষ্ঠানিক প্রতিনিধি নেই। গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের মাধ্যমই হলো ছাত্র সংসদ। আমরা শান্তিপূর্ণ, যুক্তিনির্ভর ও ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এ দাবি জানাচ্ছি।’

সারাবাংলা/এসএস

অবস্থান কর্মসূচি গোবিপ্রবি ছাত্র সংসদ দাবি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর