Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভিক্ষুকের’ ঘরে মিলল সাড়ে ৪ লাখ টাকা, ৪ ভরি সোনা!

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ২০:৫০ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ২২:৫২

চুরির অভিযোগে গ্রেফতার তসলিমা আক্তার। ছবি কোলাজ: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় বাস স্ট্যান্ডসহ বিভিন্ন জনাকীর্ণ স্থানে ভিক্ষা করে বেড়ানো এক নারীর ঘরে অভিযান চালিয়ে নগদ প্রায় সাড়ে চার লাখ টাকা ও প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিক্ষাবৃত্তির আড়ালে ওই নারী একটি পেশাদার চোর চক্রের সদস্য।

সোমবার (২৫ আগস্ট) রাতে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ।

গ্রেফতার তসলিমা আক্তার (৩৫) পূর্ব কাঠগড় গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। তার ঘরে তল্লাশি করে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা এবং ৩ ভরি, ১১ আনা, ২ রতি ওজনের ৫টি সোনার আংটি, ২টি চেইন, ৪ জোড়া কানের দুল ও ২টি নাকফুল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান সারাবাংলাকে জানান, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) খাদিজাতুল কোবরা রাফি নামে এক প্রবাসীর স্ত্রী কক্সবাজারের চকরিয়ায় যাবার জন্য লোহাগাড়ার আমিরাবাদ বাস স্টেশনে যান। তিনি সেখানে মুনস্টার নামে একটি দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তসলিমাসহ দুই নারী ভিক্ষুক খাদিজাতুলের কাছে টাকা ভিক্ষা চান।

তিনি বলেন, ‘টাকা না দেওয়ায় তসলিমার সঙ্গে থাকা অপর নারী ভিক্ষুক খাদিজাতুলের সঙ্গে থাকা তার নিকটাত্মীয় এক নারীকে কটূক্তি করেন। এতে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। খাদিজাতুল তাদের মধ্যে ঝগড়া থামানোর চেষ্টা করছিলেন। তখন তসলিমা সুকৌশলে তার কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে দুই জোড়া কানের দুল ও একটি আংটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।’

এ ঘটনার চারদিন পর সোমবার খাদিজাতুল লোহাগাড়া থানায় এসে মামলা করেন। তখন পুলিশ আসামি শনাক্ত করে গ্রেফতারের অভিযানে নামে।

ওসি আরিফুর বলেন, ‘ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আমরা তসলিমাকে শনাক্ত করি। এর পর তার বাড়ির ঠিকানা সংগ্রহ করে গত (সোমবার) রাতে অভিযান চালাই। অভিযানে তাকে গ্রেফতার করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করি। এর মধ্যে প্রবাসীর স্ত্রীর এক জোড়া কানের দুল ও একটি আংটি পাওয়া গেছে। টাকা-স্বর্ণালঙ্কারের সবই তসলিমা চুরি করে নিয়ে বাসায় জমা করেছে বলে আমাদের জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তসলিমা ভিক্ষুক সেজে থাকলেও আসলে সে একটি সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের সদস্য। ভিক্ষার আড়ালে সে কৌশলে বিভিন্ন এলাকা থেকে টাকা ও মালামাল চুরি করতেন। ভিক্ষুক সেজে চুরি করাই ছিল তার মূল পেশা।’

গ্রেফতার তসলিমাকে মঙ্গলবার আদালতে হাজিরের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি আরিফুর রহমান জানান।

সারাবাংলা/আরডি/পিটিএম

৪ ভরি সোনা ভিক্ষুক সাড়ে ৪ লাখ টাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর