Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান ডাকুয়া গ্রেফতার ‎

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ২১:৫৮

সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। ছবি কোলাজ: সারাবাংলা

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

লোকমান হোসেন ডাকুয়া ওই এলাকার করিম ডাকুয়ার ছেলে।

‎মামলার এজাহার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে লোকমান হোসেন ডাকুয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর গ্রামের ব্যবসায়ী মো. নজরুল ইসলামের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময়ে তাকে ভয় ভীতি দেখানো হয়। গত বছর ৭ জুলাই লোকমান হোসেনসহ আওয়ামী লীগের অর্ধশত লোকজন উপস্থিত হয়ে নজরুল ইসলামের পথরোধ করে।

বিজ্ঞাপন

পরে দেশীয় অস্ত্র নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নজরুল ইসলাম কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা হিসেবে নিয়ে যায়। এ ঘটনায় আওয়ামী লীগের ২৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে চলতি বছরের ১২ জুন নজরুল ইসলাম মামলা করেন।

‎বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘নিয়ামতি ইউনিয়নের নজরুল ইসলাম নামে এক ব্যক্তি বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

সারাবাংলা/এইচআই

গ্রেফতার পৌর মেয়র লোকমান ডাকুয়া বরিশাল বাকেরগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর